অনলাইনের ইনকাম করতে কি কি করতে হবে।
![]() |
অনলাইন ইনকাম কি?
অনেকে প্রশ্ন হয় অনলাইন ইনকাম কাকে বলে🤔।আসলে বর্তমানযুগ অনলাই যুগ মানুষ যত এগিয়ে যাচ্ছে ততই নিজেকে সহজ থেকে সহজ তর করে আনছেন।এই প্রশ্ন আগে নিশ্চয় তোমাকে অনলাইন কি সেই বিষয় ধারনা থাকতে হবে।অনলাইন হচ্ছে নেটওয়ার্ক মাধ্যমে ডাটা ব্রাউজ করা বুঝায়।তুমি যে সিম বা রাউটার ব্যবহার করছ সেটা নেটওয়ার্কে যুক্ত করতে সাহায্য করে।এবং যে এ্যাপ বা সফটওয়্যার ব্যবহার কর সেটা ডাটা ব্রাউজ ফ্রেম বা সিস্টেম বলে।যাই হোক এখন তোমাদের মুল বিষয় আসি, নেটওয়ার্ক সুবিধা নিয়ে মানুষ যেটা দোকান বা অফিসে যেয়ে করতে হতো সেটা নিজ কক্ষে বসে অনা আসে করতে পারাই অনলাইন ইনকাম বলা হচ্ছে।এবং মজার বেপার হলো স্কিল ভালো থাকলে যেকেও মাসে ৩০-৪০ হাজার ইনকাম করতে পারে।
আপনাদের অনেকের প্রশ্ন হয় এগুলোর জন্য কেমন যগ্য তা প্রয়োজন?
আপনি যেনে নিন আজ থেকে কোন রকম শিক্ষাগত যগ্য তা প্রয়োজন নাই।তবে এটাও সত্য শিক্ষা না থাকলে আপনি ফোন ব্যবহার বা ল্যাপটোপ, বা কম্পিউটার ব্যবহার করতে পারবেন কিভাবে! তবে মনে রাখবেন নূন্যতম hsc কমপ্লিট করে এই বিষয় দিকে আসলে তার জন্য ভালো। তা ছাড়া ভবিষ্যৎনষ্ট হয়ে যেতে পারে।
অনলাইন কাজ করতে কিকি লাগে?
হ্যা অবশ্যই একটি কম্পিউটার লাগবে তবে তার চেয়ে ভালো ল্যাপটপ।এবং কেমন মানের নিবেন ভাবছেন যেকোন মানের হলেই চলবে।তবে কিছু কাজ রয়েছে যে গুলো জন্য যেটা ইচ্ছা নিলে চলবেনা।তাই যত টা সম্ভব ভালো মানের নিলে উপকার।4gb ram
1000gb rom
1 gb grafics
7genaration
নিলে ভালো হয় তবে এগুলো নিম্নে।অনেকে মনে করেন মোবাইল ইনকাম করবেন এটা আসলে সম্ভব পর নয়।। তবে করা জায়না তা নয়।এখন কম্পিউটার মত প্রায়,সব ফ্রিচার রয়েছে কিন্তু আপনি এখানে ফাস্ট কাজ করতে পারবেননা।আর ভালো কিছু করতে মাসে ভালো মানের ইনকাম করতে কম্পিউটার/ল্যাপটপ বেস্ট।আাসা করি বুজেছেন।
আমরা তো নতুন কি ভাবে শুরু করব ❓
হ্যা এই প্রশ্ন সবার মুখে বিশেষকরে নতুন যারা।তোমাকে একটা কথা বলি তুমি বা যেই হোক যারা পড়াশোনা কর।। তাদের সব মিলে কমপ্লিট পরাশোনা করতে কত বছর লাগে ১৮ বছ।। তার পর চাকুরি সেটা এখন আলাদিন চেরাক।আর সেখানে এই কাজ গুলো করতে প্রথমে শিক্ষানিতে হবে এর পর শুরু কথা ভাবো।আগে ভেবে নেও কি করবে কি বিষয় নিয়ে করবে।অনেক সেক্টর বর্তমান অনলাইন এ।তাই ভেবে চিন্তে করতে হবে। তবেই লাইফ।অনেকেই আ্যাপ দিয়ে ইনকাম করতে চান?
ভাই আপনাকে বলছি।জি! হ্যা! আপনাকে এই চিন্তা আজ থেকে বাদ দিন। আ্যাপ দিয়ে সাময়িক লাভবান কিন্তু তারপর আপনি বলবেন কি করলাম।আ্যাপ গুলো তে ২ দিন পর ১০ টাকা এরম আছে।কিন্তু ভাই এই সময় ব্যায় করলেন তার জন আল্লাহও ক্ষমা করবেনা।বরং রাত জাগেন কিন্তু ভালো কিছু শিখুন।
এখন তাহলে কি করব তাই তো বলবেন শুধু পেচাল পারতাছেন ❓
🙈🙈 দুঃখিত..পেচাল পারলাম আপনার ভালো জন্য৷
এখন বলি আপনি প্রথম কাজ হিসেবে বেছে নিতে পারেন
গ্রাফিক্স,ইউটুব,ওয়েব ডিজাইন, ডাটা বেজ,লোগো ডিজাইন।
এগুলোর জন্য দক্ষ প্রশিক্ষক নিধারন করুন। হতে পারে ইউটুব চ্যানাল আর গুগোল।আর ভালো হয় শিক্ষক পেলে।কাজ করছে এমন কোন সফল ব্যাক্তির কাছে।বাংলাদেশে 🇧🇩 ভালো কিছু ব্যাক্তি আছেন যেমন ফ্রিলান্সার নাসিম ভাই এছারাও আরো অনেকেই।
পরিশেষে একটি কথা বলি।। শিক্ষা ছাড়া কোন গতি নেই।কারন অনলাইন মনে তুমি কেমন ফাস্ট। তোমার পারদর্শীতা কেমন? তবে হ্যা চাকুর যগ্যতা আছে মামা নাই। তাই হয়না কিন্তু অনলাইনে তা নয় যগ্য আছে বারচুয়াল মামা এসে সাহায্যকরবে। এই মামা গুলো নাম
আাপ ওয়ার্ক,ফ্রিল্যাফ্রিল্যান্সা, ফাইভার,
ধন্যবাদ সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ।প্রশ্ন থাকলে কমেন্ট করুন বা ইমেল করুন।
mehedihasanraj248@gmail.com

No comments
Thank you.
Note: Only a member of this blog may post a comment.