অনলাইনে ইনকামের বিভিন্ন প্লাটফর্ম (দ্বিতীয় পর্ব)
আমরা আমাদের ধারাবাহিক লেখনী আজ এনেছি নতুন প্লাটফম । সেই দিক থেকে তেমনি একটি সাইট
ফ্রিল্যান্সার. কম
Freelancer :
আপনাদের সুবিধা জন্য ওয়েবসাইটে লিংক দিচ্ছি www.freelancer.comএই সাইট মাধ্যমে বর্তমানে ছাত্র দের জন্য ভালো একটি সাইট৷ এখানে নিদিষ্ট কোন টাইমে কাজ করতে হয়না৷ আপনার যদি ভালো দক্ষতা থাকে তবেই এখানে কাজের কোন অভাব নেই এমন কি প্রতিদিন আপনাকে জানিয়ে ইমেল দিয়ে জানিয়ে দিবে আপনার স্কিক অনুযায়ী কাজ আছে কিনা৷ তাছাড়া আপনি এখানে সহজে বিট করতে পারবেন৷ তাছারা এই সাইট টি অনেক হাই লেবেল পেয়েছে৷
এখানে কিভাবে কাজ হয়?
এখানেও এই সাইট ইউটিউব এর মত নিজে টাকা দেয়না। এখানে বিশ্বের বড় বড় কম্পানির কাজ যেগুলো করলে সময় নষ্ট হতে পারে তারা তখন আপনাকে দিয়ে করে নেই কাজ।যেমন আপনি বাংলাদেশ বসে আছেন এবং একজন ভালো মানের লোগো বা ওয়েব ডেভোলপার তখন আপনি ফ্রিল্যান্সার সাইটের মাধ্যমে আ্যমেরিকার কোন কম্পানির ওয়েব সাইট লোগো করে দিবেন।কিন্তু ফ্রিল্যান্সার সাইট কাছে ঐ কম্পানি আবার টাকা দিয়ে এই কাজ করে নিতে চেয়েছে। তাইযারা কাজ দেই তারা বাইয়ার বলা হয় এবল আপনি কাজ করছেন আপনি ওয়ার্কার বলা হয়।এই ভাবে কার্যক্রম চলতে থাকে।তবে এখানে ফ্রিল্যান্সার একটি গাড়ি মত কাজ করছে আর আপনি এবং বাইয়ার লেনদেন করবেন।তবে এখানে ভালো কাজ পেতে ইরেজিতে দক্ষ হতে হবে।এতে ভালো মানের কাজ পাবেন এমন কি আপনার একটা বাইয়ার মিলে গেলে তার দারাই আপনি ১০০০ ডলার ইনকাম সম্ভব।এখানে কি ধরনে কাজ পেতে পারেন?
আপনি এখানে ভালো মানের কাজ পাবেন উচ্চ কোয়ালিটি কাজ পাবেন৷ডাটা বেজ থেকে শুরু করে প্রায় সব কিছুই তবে বুঝে নিতে হবে এখানে বায়ার সাথে লেনদেন তাহলে বুঝতে পারছেন বাইয়ার আপনাকে যেকোন কাজ দিতে পারে।। তন্ম্যে কিছু কাজ হলোঃ
ডাটাবেইজ
ওয়েব ডেভেলপমেন্ট
ওয়েবসাইট ডিজাইনার
গ্রাফিকসডিজাইন
স্পিকিং বিষয়ে গুলো যেমন কাস্টম সার্ভিস ইত্যা।। আপনি ওনাদের কাজের ফিকশ্চার দেখে নিতে পারেন ৷
প্রেমেন্ট কি পাওয়া যায়?
হ্যা আপনি যদি কাজ সত্য পেয়ে থাকেন তবে টাকা ১০০% পাবেন কারন এটা স্বকৃত প্রাপ্ত সাইট।
পরিশেষে কিছু কথা জয় পেতে যুদ্ধে নামতে হয় দূর থেকে কিছু হয়না।তাই আগে দক্ষ হতে হবে।
ধন্যবাদ


No comments
Thank you.
Note: Only a member of this blog may post a comment.