header

পৃথিবীর প্রথম হাতে বহন যোগ্য ফোন

mobile phone,phone,cell phone,when was the first cell phone ever made?,who invented the first mobile phone,when did the first cell phones come out?,how much money was the first mobile phone?,iphone,first,handheld,who made the first mobile phone call in the world?,worlds first cell phone,worlds first phone,worlds first mobile phone,first handheld console,history's first handheld video game
আপনি কি জানে প্রথম হাতে যে ফোন ব্যবহার তার সূচনা কার হাতে?

মোটোরোলা কোম্পানিতে কর্মে রত 

 ডঃ মার্টিন কুপা এবং জন ফ্রান্সিস মিচেলক প্রথম মোবাইল ফোনের উদ্ভাবকের মালিক হিসেবে বলা হয়। তাঁরা ১৯৭৩ সালের এপ্রিলে প্রথম সফলভাবে একটি  হাতে ধরা ফোনের মাধ্যমে কল করতে সক্ষম হন।
মজার বেপার হলো এটার ওজন ছিলো প্রায় ১  কেজি🙄🙄 (২।২ পাউন্ড) ওজনের।😇😇 (এটা কি দিয়া বানায়সে খোদা)

তো আমরা তো ফোনে মারাত্মক  সূচনা  দেখলাম কিন্তু বাজারে এটা আসলো কবে প্রশ্ন জাগ তাইনা!!


মোবাইল ফোনের প্রথম বাণিজ্যিক সংস্করণ বাজারে আসে ১৯৮৩ সালে এবং ফোনটির নাম ছিল মোটোরোলা ডায়না টিএসি ৮০০০এক্স (DynaTAC 8000x)।

আপনি এটা জানলে অবাক হবেন ১৯৯০ সাল থেকে ২০১১ সালের মধ্যে পৃথিবীব্যাপী মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১২.৪ মিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে ৬ বিলিয়নের বেশী হয়ে গেছে। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৮৭% মোবাইল ফোন যোগাযোগের আওতায় এসেছে।এটা আসলেই খুব ভয়ংকর পরিনিতি আনতেও পরে তাই এই জিনিস জত সম্ভব সুদিকটা মেনে ব্যবহার করা নিয়ম মেনে ব্যবহার করা উচিত।

ব্যবহার গুলো কিকি যেনে নিন। কারন এটি এখন আমাদেরকে সুবিধাজনক পর্যায়ে এনে দিয়েছে তাই একটু নিয়ম মেনে ব্যবহার করলে এটা ক্ষতি চেয়ে উপকার আসে বেশি নিচে দেওয়া হলোঃ   

অনেক মোবাইল ফোনই স্মার্ট ফোন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কথা বলার পাশাপাশি এ ধরনের ফোনগুলো অন্যান্য বিষয়েও ব্যবহৃত হয়ে আসছে।

ই-মেইল, এসএমএস বা ক্ষুদেবার্তা, প্রেরণ ও গ্রহণ;
ক্যালকুলেটর, মুদ্রা, সঙ্কেত বিষয়ক কার্যাবলী;
ইন্টারনেট;
গেমস খেলা;
ছবি ও ভিডিও তোলা;
ঘড়ির সময় দেখা;
কথা রেকর্ড করা;
ট্রেনের টিকিট বুকিং করা;
বিদ্যুৎ/গ্যাস বিল দেয়া ইত্যাদি।
টাকার আদানপ্রদান করা।

 আাসাকরি আপনাদের নতুন যারা তাদের অতিত তবে গুরুত্বপূর্ণবিষয়  জানতে সাহায্যকরতে পেরছি বলে মনকরি।




পরিশেষে কিছু কথা তুমি যতই সুবিধা নিবে ততই অলস হয়ে পরবে তাই সুবিধাকে বেচে থাকার কাজে ব্যবহার কর মরণ পানে নয়।   

No comments

Thank you.

Note: Only a member of this blog may post a comment.

Theme images by kevinruss. Powered by Blogger.