অনলাইনে ইনকামের বিভিন্ন প্লাটফর্ম (প্রথম পর্ব)
অনেক মাধ্যম রয়েছে তন্মধ্যে কয়েকটি প্লাটফর্ম নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। আজ ইউটিউব নিয়ে আলোচনা করব!!
Youtube:
আপনাদের সুবিধা জন্য website টি বলে দিচ্ছি www.youtube.com.এখন আপনাদের নতুন যারা তাদের এই বিষয় ধারনা দেই।ইউটিউব হচ্ছে বর্তমান বিশ্বের একটি প্রাণ কেন্দ্র কারন এখানে একটি মানুষের বিনোদন , শিক্ষা থেকে শুরু করে প্রায় সকল বিষয় হেল্প পেতে পারেন প্রাকটিকাল ভাবে। এবং এটি মানুষের আায় এর বড় ধরনের উৎস বলা চলে কেনো না এখানে যে ভিডিও গুলো পাবেন এগুলো ইউটিউব নিজে করেনা।। এগুলো ভিডিও আপনার আমার মত সাধারণ মানুষ করে থাকে।আর আপনি যদি একজন ভালো ভিডিও ইডিটর হন তাহলে আপনিও এখানে কাজ করতে পারেন।এছাড়া এই প্লাটফর্ম এমন একটা জায়গা যেখানে আপনি গায়ক, নায়ক,শিল্পী ফ্রী তে হয়ে উঠতেও পারবেন।। এককথায় আপনি যেকোন বিষয় ভিডিও বানিয়ে এখানে দিতে পারেন এবং এর জন্য আপনাকে কিছু দক্ষ থাকা অবশ্যক যেমন ভালো কথা বলতে পারা,, ভালো কিছু করতে পারা ইত্যাদি। তাবে হ্যা আপনি যদি খারাপ বিষয়ে উপর কিছু করতে পারবেননা এতে আপনার চ্যানেল টি সাসপেন্ড হবে।তাই ভালো কিছু নিয়ে কাজ করুন। এবং আপনার ভিডিও গুলো যদি ভালো হয়ে তখন ভিউয়ার এবং সাবসক্রাইবার বারতে থাকবে।এতে আপনার জনপ্রিয় তা বৃদ্ধি পাবে এবং ইনকাম সুযোগ মিলবে।। বাংলাদেশের অনেক যুবক যুবতী এটা কাজ করে মাসে ৪০-৫০ ইনকাম করে থাকে।তবে ধৈর্য ধরে কাজ করতে হবে।ভালো মানের কাজ করতে হবে।
আপনি কি করে শুরু করবেন এখানে!
আপনাকে এখানে কাজ করতে হলে নিশ্চয় একটি কম্পিউটার প্রয়োজন, ভালো ক্যামারা লাগবে,, কিছু সফটওয়্যার লাগবে ইডিটর,, এবং কাজ জন্য নিজের মধ্যে আর্ট থাকতে হবে।যাতা ভওডিও বানালে মানুষ দেখবে না ভিডিও তাতে লাভ হবেনা।।বিভিন্ন ভিডিও আছে যেখানে ভালোকরে ইউটিউব একাউন্ট বানিয়ে নিতে সাহায্যে করবে।সেগুলো দেখে একটি ইউটিউব একাউন্ট করুন। এবং সাবসক্রাইবার বাড়ে সেজন্য ভালো ভিডিও বানান। এখানে এটাই প্রথম শর্ত।।
কত সাবস্ক্রাইব এ কত টাকা ?
আপনার সাবসক্রাইবা বৃদ্ধি বা ভিউ বৃদ্ধি পেলেই যে ইনকাম হবে এটা ভুল কথা । এগুলোর জন্য ইউটিউব আপনাকে কোন প্রেমেন্ট দেয়না। এরা শুধু আপনার ভালো ভিডিও তৈরি ফলে যদি সাবসক্রাইবার ১০০০ হয়ে জায় তাহলে তাদের একটি ধাপ রয়েছে সেই শর্ত সাপেক্ষে সৃকৃতি দেই যে আপনি একজন ভালো ইউটিউববার।তাহলে ইনকাম কেমন করে হয় সবার প্রশ্ন হতে পারে স্বাভাবিকই?
এখানে ইনকাম টা কোন সাবস্ক্রাইব বৃদ্ধি এর উপর নয়। এটার জন্য গুগল টাকা দিবে তবে হ্যা মিনিমাম ১০০০ সাবসক্রাইবার দরকার কারন গুগল টাকা দিবে আপনার পারফর্ম দেখে সেখানে গুগল কে দেখানোর জন্য দরকার সাবসক্রাইবার বা ভিউয়ার।কারন গুগোল এডসেন্ড কাছে এপলাই করলে তারা আপনার ভিডিও তে এড এবং স্পনস্যার দিবে।তখন সেই ভিউয়ার গুলো আপনার ভিডিও পাশাপাশি এ্যড দেখে থাকে সেখানে ক্লিক বা শুধু ভিউ করার ফলে আপনার ইনকাম হবে।তাছাড়া আপনার সাবক্রাইবার থাকলে অনেক এ্যাপ এবং স্পেনসার তাদের রিভিউ প্রোডাক্ট করে নেন। এতে আপনার ইনকাম বারতে থাকে।তাই সাবসক্রাইবার বৃদ্ধি পেলে ইনকাম হবে না।। তবে ভালো ভিডিও এবং কন্টেন্ট অবসসই ইনকাম করতে সাহায্য করে।আাশাকরি ইউটিউব বিষয় একটু হলেও প্রায় মূল বিষয় ধারনা দিতে পেরেছি।
পরিশেষে একটু বলি যেকোন কাজ প্রথম পরিশ্রম তাতেই সাফল্য।।
ভালো থাকবেন ধন্যবাদ।


No comments
Thank you.
Note: Only a member of this blog may post a comment.