অনলাাইন কাজ পেয়েছেন কিন্তু অল্প পাছেন অর্থ তাহলে কি করবেন ❓
কাজ পেয়েছি কিন্তু খরচ এর চেয়ে ইনকাম কম!
এই প্রশ্ন গুলো বহুল পরিচিত।।আসলে মানুষ টাকা জিনিস টা কে চিন্তে পারেনি।পৃথিবীতে তো দুই প্রসেস টাকা পাওয়া সম্ভবএটা সবার জানা একটা ভালো দিক একটি খারাপ।তাই আমি খারাপ দিক নিয়ে আলোচনাকরতে চাইনা। তাই প্রথমে বলব কেও যদি কাজ শুরু হওয়ার সাথে সাথে ভাবেন আমি তো ইনকাম করতে পারছিনা তাহলে আপনি কাজ শিখেন নাই।আসলে এগুলো বলতে এই জন্য হচ্ছে কারন অনলাইনে যদি ভালো প্লাটফর্ম চান এখনি টাকা আসা না করে সময় দি।। একটু ভেবে চিন্তা করে কাজ করুন।কোন বায়য়ার পেয়ে জান তাকে এগিয়ে রাখুন।। তার কাছে কাজ পারেন তার উদাহরন প্রমান দিন।এবং কাজ করে দিতে চাওয়ার সময় নিজেই কম টাকা চান।।
উদাহরণঃ
কোন বাইয়ার আপনাকে বলল ১০ টাকা দিবো আপনি বলবেন ওকে৷ এর পর কাজ পেয়ে গেলেন দ্রুত কাজ করে দিন এবং কাজ জমা দেওয়ার সময় কিছু টাকা কম দিতে বলুন এবং তার কাছে জিজ্ঞেস করুন কাজ কেমন হয়েছে।তিনি সতুস্ট কিনা।এবং কোন কাজ পাওয়ার জন্য আবেদন করার সময় কম খরচ চেয়ে আবেদনকরুন।আর ধৈর্য্য ধরু।।
কাজ জানি কাজ পাইনা কি করবেন?
ভাই আপনকে বলছি অব্যষই পাবেন।এর জন্য আপানার কাজ গুলো আগে দেখান। আপনি কি করেছেন তার নমুনা তৈরি করুন।করান একটি উধাহরন দেই আপনার মাথায় চুল নাই আপনি ডাক্তার কে বললেন আমার চুল গজায় তেছেনা ডাক্তার অনেক কিছু বুঝালেন বললেন কিছু অসুধ দিলাম খান অতি দ্রুত চুল উঠে জাবে কিন্তু আপনি দেখলেন ডাক্তারের মাথায় জিলিক দিচ্ছে মানে চুল নাই৷ আপনি বলেন আপনার মধ্যে কি অসুধ গুলোর বিশ্বাস আসবে কি? তেমনি বাইয়ার খুজে থাকে ভালো মানের ওয়ার্কার তাই তাদের কে ইনপ্রেস করুন বুঝান।। তবেই পাবেন কাজ।আর চাই ভালো ইংরেজি কথা বলার স্কিল।
ধন্যবাদ আাসা করি বুঝতে পেরেছেন।
পরিশেষে বলি শিক্ষা ছাড়া উপায় নাই চল সবাই পরা শোনা করে জানতে ও শিখতে থাকি।
কমেন্ট করুন এবং প্রশ্ন করুন

No comments
Thank you.
Note: Only a member of this blog may post a comment.