header

কোন কাজ গুলো করব পর্ব (২)

আসসালামু আলাইকুম। আসাকরি ভালো আছেন সবাই।ভাবছেন কোন কাজ গুলো করবে দ্বিতীয় পর্ব কি নিয়ে  এসেছি?  আজ এনেছি সিপিএ মার্কেটিং আসলে এই বিষয় টা এখন লিখর কথ ছিলো না কিন্তু বর্তমান অবস্থা দেখেই আজ এই বিষয় নিয়ে কথ বলতে আসলাম  তো চলুন পড়া যাক......


CPA Marketing:
আসলে সব বিষয় জানার আগে সে বিষয় টা কি জানতে হবে,cpa= Cost per acquisition. এটা কাজ অনেকেই জানেন তবুও আরেকটু ধারনা দেই এটার কাজ মুলত অফার বা কোন কম্পানির পাবলিসিটি বৃদ্ধি করা । কিন্তু সেটাও সেই কম্পানির বেধে দেওয়া সর্ত মধ্যে হতে হবে  ।    এবং সেটা কম্পিল্ট হওয়ার পরেই আপনি একটি পারসেন্টেজ পাবেন।।  এখনে এড লিংক ব্যানার লিংক লোক সক্রিন এগুলো সম্পর্কে কাজ পাবেন। আাসাকরি কাজ সম্পর্কেএকটু ধারনা পেয়েছে।। তবে সিপিএ মার্কেটিং করে মাসে ১০০০ $ থেকে নিম্নে ২০০ $ ডলার ইনকাম সম্ভব৷   

Cpa কাদের জন্য বা কিভাবে ইনকাম পাবেন  ঃ
cpa কাজ করতে প্রথম সর্ত আপনার অডিয়েন আছে ১০০ টি যেগুলো কে অফার দেখালে গ্রহন করে। যদি না থাকে তবে আপনার জন্য সিপিএ নয়৷ আর নতুন দের জন্য কাজ সহজ মনে হলেও নতুন দের জন্য বা যারা ওনলাইন জগতে প্রবেশ করসে তাদের cpa করা একদমই প্রয়োজন নয় কারন এটা তাদের জন্য সময় ব্যয় করা হবে কোন অর্থ আয় নয়। অনেকের প্রশ্ন হতে পারে কাজ অনেকেই করছে হ্য করতে পারে তবে সে কোন ব্লাক ইফেক্টে কাজ করছে কোন অসৎথ নিয়মে ইনকাম করছে অথবা তার অডিয়েন আগে রয়েছিলো।। সিপিএ মুলোতো তাদের জন্য যারা একটি স্থান দখল করেছে হতে পারে ভালো ইউটিউবার , ভালো ওয়েবসাইটার ফলে হাজারোও অডিয়েনস আছে জারা  বিদেশি এবং ভলো মানের পরিচিতি আছে বলেই তার সাথে আছেন তারা তাই তার কোন অফার ইনভাইট করলেই সেটা তারা গ্রহণকরে ফলে ইনকাম হয়।  তাই যারা নতুন তারা এই সেক্টর জন্য আগে ভেবে দেখুন আপনি অডিয়েনস আনতে পারবেন কিনা cpa ভাষায় লিড এবং ইমেল মার্কেট ভাষায় নিস বলে। এছাড়া আপনি যদি ভালো ইংরেজি বলতে পারেন তবে ইংরেজি তে বিদেশিসাইটে এডভাইস করুন৷ তাছাড়া অনেকে ভাবেন আপনি পে ভার্সন কাজ করবেন টাকা দিয়ে অডিয়েনস আনতে হ্যা পারেন তবে যেটা টাকা আসে ফ্রিতেই আসে ।। ওনলাইন বর্তমানের যুদ্ধেবাজার বলা চলে তাই আগে ফাস্ট হন তবেই কাজ পেতে দেরি হবেনা।।আসাকরি সিপিএর মূল ধারনা পেয়েছেন।আপনাকে  যারা টেনিং দিয়ে সিখাবে তারা এটাই কিভাবে অডিয়েন্স পাবে কিন্তু সে ক্ষেত্রে ওয়েগুলোতে সময় ব্যায় করাতে হবে প্রচুর । তাই ইনকাম সিপিএ তে করতে আগে অডিয়েনস  সংগ্রহ করুন 


পরিশেষে বলি মানুষ নিজের ভাবনা নিজে  আগে করে সময় কোথায় দিবেন তার জন্য অন্যের ইনকাম দিক না তাকিয়ে নিজে কাজ করুন  ।  
       

No comments

Thank you.

Note: Only a member of this blog may post a comment.

Theme images by kevinruss. Powered by Blogger.